ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রিসেপস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


নিউজ ডেস্ক
১৩:০১ - মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রিসেপস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আজ আশুলিয়ার মডেল টাউনে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠানটির সঙ্গে ড্যাফোডিল রিসেপস সেন্টার (DRC)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইস্টার্ন ইউনিভার্সিটির সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিংকে আরও জোরদার করা।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ভিসি অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


এই সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একইসাথে, মানসম্মত শিক্ষার্থী ভর্তি, অধিকতর ক্ষমতায়ন এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় সহযোগিতার পথ সুগম হবে।


এই গুরুত্বপূর্ণ চুক্তিকে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারত্বের সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা উভয় প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের পথ প্রশস্ত করবে।


স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, প্রশাসনিক শাখার প্রধানগণ এবং DRC-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।