তিতুমীর কলেজ প্রতিনিধি:: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তারুণ্যের উৎসবের শেষ দিনে 'জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদবিরোধী' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক, আহত শিক্ষার্থী, শহিদ পরিবারের সদস্য এবং সমন্বয়করা বক্তব্য রাখেন।
জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা ফ্যাসিবাদবিরোধী আইন প্রণয়ন এবং ফ্যাসিবাদী শক্তিগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, তারা সরকারের বিভিন্ন স্তরে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের অপসারণের আহ্বান জানান।
তিতুমীর কলেজের শিক্ষার্থী শহিদ মামুন মিয়ার ভাই রুবেল মিয়া বলেন, আমার ভাইয়ের হত্যাকারী এবং এই হত্যার নেতৃত্বদানকারী সকল অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শহিদ পরিবারের জন্য প্রতিশ্রুত অর্থ সহায়তা দ্রুত প্রদান করার দাবি জানাচ্ছি। এছাড়াও তিনি আহতদের উন্নত চিকিৎসা এবং নিহতদের পরিবারের যথাযথ দেখভালের আহ্বানও জানান।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল বলেন, তারুণ্যের শক্তি ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সকল অন্যায় ও বৈষম্য দূর করতে হবে। আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।