ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কুড়িগ্রামে বাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস


নিউজ ডেস্ক
৫:০৩ - শনিবার, নভেম্বর ৩০, ২০২৪
কুড়িগ্রামে বাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ছে। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষগুলো। 

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

দিনের বেলা সূর্য উত্তাপ ছড়ালেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা নিম্নগামী হতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হতে থাকে। এর সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। শীতের কবলে পড়েছে জেলার নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষজন। 

সদরের যাত্রাপুর ইউনিয়নের ভোলা মিয়া বলেন, সন্ধ্যার পর থেকে ঠান্ডা ভালোভাবে অনুভূত হয়। দিন দিন বেড়েই চলেছে। সকালে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তারপরও কাজ ছাড়া তো উপায় নেই।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আগামী মাসে তাপমাত্রা আরও কমে ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এ জেলার ওপর দিয়ে।