ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

জামিন নামঞ্জুরের আদেশ শুনে এজলাসেই অজ্ঞান আসামি


নিউজ ডেস্ক
০:৩৯ - বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪
জামিন নামঞ্জুরের আদেশ শুনে এজলাসেই অজ্ঞান আসামি

দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি রাহেনা ফেরদৌস রউফ। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর জামিন নামঞ্জুরের আদেশ শুনে এজলাসেই জ্ঞান হারান রাহেনা ফেরদৌস।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এ সম্পর্কে দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, হাইকোর্ট থেকে এ আসামি জামিন পান। এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বলেন, তাকে সুস্থ, স্বাভাবিক দেখলাম। পরে জামিন নামঞ্জুরের আদেশ শুনে অজ্ঞান হয়ে পড়েন।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ সাদিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দিতে তাকে (আসামি রাহেনা ফেরদৌস রউফ) ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ৪৯ লাখ ১৮ হাজার ৫৮২ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপনসহ ৭০ লাখ ৪১ হাজার ৮৬৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া রমনা থানায় মামলাটি দায়ের করেন।

আসামি রাহেনা ফেরদৌস রউফ রাজউকের সহকারী অথরাইজড অফিসার আব্দুর রউফ সরকারের স্ত্রী।