ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক
৪:২৭ - মঙ্গলবার, জুন ২৫, ২০২৪
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর বসুন্ধরায় গলফ ক্লাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খবির উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে আটটায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী পলাশ মল্লিক বলেন, ভাটারায় বসুন্ধরার ভিতরে একটি গলফ ক্লাব তৈরি হচ্ছে। আমরা একটি ঠিকাদার কোম্পানির হয়ে ওখানে কাজ করি। সকালের দিকে এসে তিনি নিচে কাজ করছিলেন। হঠাৎ তিনি কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন সে বিষয়ে প্রাথমিকভাবে জানতে পারিনি। তার একটি হাতের আঙুল পুড়ে গেছে দেখতে পেলাম। এতে ধারণা করছি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, তার বাড়ি যশোর জেলায়। তিনি ওই এলাকার মৃত মনজুর কাজীর ছেলে। বর্তমানে ওই গলফ ক্লাবেই থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি।