চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩০ মার্চ) থানার ১ নম্বর ঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি ও ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক জুয়েল কুমিল্লার বাংগড়া থানার তোফাজ্জাল হোসেনের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক জুয়েল আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মাদক দ্রব্যের ব্যবসা এবং বহনে নিরাপত্তা প্রদানের কাজ করে আসছিল। তার বিরুদ্ধে আকবর শাহ থানায় আগেও দুটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।