ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নরসিংদীতে নিবন্ধনহীন ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা


নিউজ ডেস্ক
১০:৫৯ - শনিবার, মে ২৮, ২০২২
নরসিংদীতে নিবন্ধনহীন ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

নরসিংদীতে নিবন্ধনহীন ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মে) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল জেলা সদরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নিবন্ধন নেই এমন ৫টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নরসিংদী ডায়াগনস্টিক সেন্টার, মৃধা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার এবং প্রফুল্ল ডেন্টাল সেন্টার।

অভিযানকালে নরসিংদী সদর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

dhakapost

নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক জানান, ৫টি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক অথবা ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনিবন্ধিত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।