ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

সেপটিক ট্যাংক পরিষ্কার করটে যেয়ে যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক
৮:৩০ - সোমবার, মে ১৬, ২০২২
সেপটিক ট্যাংক পরিষ্কার করটে যেয়ে যুবকের মৃত্যু

সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বাপ্পি মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) ভোরে উপজেলার হরিণধারা এলাকার এলআইবি ট্যানারিতে এ ঘটনা ঘটে।

বাপ্পি মিয়া খুলনার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় সেপটিক ট্যাংকে জমা গ্যাসের কারণে বাপ্পির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ট্যানারি ফাঁড়ির পরিদর্শক রাসেল মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।