ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

আলিয়া-দীপিকা নয়! কাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর?


নিউজ ডেস্ক
৩:০১ - রবিবার, অক্টোবর ২২, ২০২৩
আলিয়া-দীপিকা নয়! কাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর?

বছর খানেক আগে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। দীর্ঘ চার বছর প্রেম করার পর সংসার পাতেন ‘রণলিয়া’ জুটি। তবে আলিয়ার সঙ্গে সম্পর্কের আগে একের পর এক প্রেমে মজে ছিলেন রণবীর। দীপিকা পাডুকোন থেকে ক্যাটরিনা কইফের মতো সুন্দরী ও জনপ্রিয় অনেক নায়িকার সঙ্গেই ঘনিষ্ঠ হয়েছেন রণ। 

আলিয়েকে বিয়ের আগে রণবীর নিজের মুখে বলেছিলেন আলিয়াকে কখনওই বিয়ে করবেন না তিনি। বরং বিয়ে করার ইচ্ছে ছিল অন্য এক নায়িকাকে।

বেশ কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এর শোতে আসেন রণবীর। সেখানেই আলিয়ার গডফাদার প্রযোজক-পরিচালক করণ জোহর রণবীরকে জিজ্ঞেস করেন আনুশকা শর্মার, আলিয়া ভাট এবং জ্যাকলিন ফার্নান্দেজ—এই তিন জনের মধ্যে কাকে ‘বিয়ে’ করবেন। 

‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির একটি দৃশ্যে রণবীর-আনুশকা। ছবি: সংগৃহীত।

এক মুহূর্ত না ভেবেই এই অভিনেতা বলেন তিনি বিয়ে করতে চাইবেন ‘অ্যায় দিল হে মুশকিল’ খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মাকে। আর অন্য দুই নায়িকাকে বিয়ে করবেন না, কেবল ‘হুকআপ’ (একরাত্রি বাস) করবেন। যদিও শেষ পর্যন্ত রণবীরের মনের ইচ্ছেপূরণ হয়নি। বিরাট কোহলির সঙ্গে সংসার পাতেন আনুশকা। 

অপরদিকে পর পর প্রেম ভাঙার পর আলিয়ার মধ্যেই নিজের যোগ্য জীবন সঙ্গিনীকে খুঁজে পান এই অভিনেতা। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে রণবীর-আলিয়ার মেয়ে রাহাও।