ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বাঘাযতীনের প্রচারে নেমে গান্ধীজীকে নিয়ে বোমা ফাটালেন দেব!


নিউজ ডেস্ক
৩:৩২ - শনিবার, অক্টোবর ২১, ২০২৩
বাঘাযতীনের প্রচারে নেমে গান্ধীজীকে নিয়ে বোমা ফাটালেন দেব!

প্রতিবারই ওপার বাংলায় দুর্গাপূজায় মুক্তি পায় একাধিক সিনেমা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এর মধ্যে বেশ আলোচনায় আছে দেবের ‘বাঘাযতীন’। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ যতীন্দ্রনাথ মুখার্জির জীবনী নিয়ে নির্মিত এই ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন দেব।

ছবির প্রচারণায় নেমে দেব বলেন, ‘সিনেমায় ৯২টি চরিত্র আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের সবার অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় বাঘাযতীনের নাম স্থান পেয়েছে। কিন্তু তাদের বেশিরভাগের নাম বইয়ের পাতায় নেই। স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা মাত্র চার-পাঁচ জনকেই মনে রাখি।’ 

পর্দার বাঘাযতীন বলেন, ‘কাউকে ছোট করছি না। ব্রিটিশদের সবচেয়ে ডাকসাইটে অফিসার চার্লস টেগাট নিজের আত্মজীবনীতে লিখেছেন, বাঘাযতীন বেঁচে থাকলে গান্ধীজীর জন্ম হত না। জাহাজ যদি বুড়িবালামে পৌঁছে যেত, তাহলে এক-দুই বছরের মধ্যে স্বাধীনতা পেত ভারত। ওই অস্ত্র জার্মানি থেকে দেশে এসে পৌঁছালে ১৯১৫-১৯১৭ এর মধ্যে ভারত স্বাধীন হত। শুধু বাঙালি কেন, এই ঘটনা সবার জানা উচিত।’

বাঘাযতীন প্রসঙ্গে দেব আরও বলেন, ‘বাঘাযতীন আমাদের কাছে শুধু সিনেমা নয়—একটা আবেগ। এই সিনেমাটার মধ্যে আমরা গত আড়াই বছর ধরে কাটিয়েছি। আমার গোটা টিম লড়াই করেছে। আমি চাই প্রত্যেক বাঙালি গর্ব করুক বাঘাযতীনকে নিয়ে।’ 

এদিকে এই সিনেমায় একাধিক ভিন্নধর্মী লুকে ভক্তদের চমক দিয়েছেন অভিনেতা। অরুন রায়ের পরিচালনায় বাঘা যতীনে দেবের সঙ্গে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, শোয়েব কবীর, সামিউল আলম, রাফসান রেহান, রোহাীন ভট্টাচার্য, কার্ল অ্যান্ড্রু হার্ট, আলেকজান্দ্রা টেলরসহ একঝাঁক তারকা।