বাঙালির হাজার বছরের শৃংখল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বদেশকে তিনি সন্তানের মত ভালোবেসেছেন, তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষের আশা ও আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা, বাংলাদেশের নব পরিচয়ের রূপকার ও উন্নয়নের অগ্রযাত্রায় সাহসী অভিযাত্রার সারথি বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতাব্দীর শ্রেষ্ঠ উপহার ১১৪ পটুয়াখালী-৪ আসনে সাবেক তিন বারের সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান।
৭৫ পরবর্তী দক্ষিণ জনপদ তথা কলাপাড়া ও রাঙ্গাবালী আওয়ামী লীগের দুঃসময়ে তিনি একমাত্র ব্যক্তি যাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিএনপি ও জামায়াত ইসলাম কর্তৃক দেশদ্রোহী চক্রান্তের বিরুদ্ধে দলের হাল ধরেছিলেন, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাহবুবুর রহমান এর রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পাড়ায়,প্রতিটি মহল্লায় গিয়ে পিছিয়ে থাকা আওয়ামী নেতাকর্মীদের সাহস যুগিয়ে উজ্জীবিত করে রাজপথে তুলে এনে সৈরাচার বিরোধী আন্দোলনের জন্য উদ্ভুদ্ধ করেন।
মাহবুবুর রহমান দক্ষ সংগঠক হিসেবে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে সভাপতির পদ লাভ করে বর্তমান সময় পযর্ন্ত সভাপতির দায়িত্বে পালন করছেন। সারাদেশে সৈরাচার বিরোধী গণ-আন্দোলন শুরু হলে, তাঁর নেতৃত্বে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় শুরু হয় তুখোর আন্দোলন। দলের প্রতি তাঁর আত্মত্যাগ ও সাহসী নেতৃত্বের কারণে তিনি আজও মানুষের মনিকোঠায় অম্লান হয়ে আছেন। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক বার বার নির্বাচিত এ সাংসদের জন্য দু" হাত তুলে দক্ষিণ অঞ্চলের জনগণ দোয়া করছেন, এবং তাঁর'ই হাত ধরে দলের দুর্দীনের ত্যাগী,পরীক্ষিত,অবহেলিত, নবীন প্রবীন নেতাকর্মীরা ও সাধারণ নৌকা প্রিয় মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের নৌকার নিশ্চিত বিজয়ের স্বপ্ন দেখছেন।
তাই সর্ব স্তরের জনগণের একটাই চাওয়া সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী -৪ আসনে জননেত্রী শেখ হাসিনার শতাব্দির শ্রেষ্ঠ উপহার সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব, কলাপাড়া ও রাঙ্গাবালী অঞ্চলের সেরা সাংগঠনিক ব্যক্তিত্ব জনগণের আস্থা ও ভালোবাসা সাবেক প্রতিমন্ত্রী মো.মাহবুবুর রহমানকে দলীয় মনোনয়ন পেলে ৮০% নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্যে দিয়ে নৌকার নিরঙ্কুশ বিজয়া উপহার দিবেন।
এই জনপদের কৃষক,শ্রমিক, শিক্ষক, ছাত্র, ব্যাবসায়ী ও নৌকা প্রেমি জনতার উন্নয়নের মহা কবি গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে তাদের প্রানের দাবি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাজি হিসাবে মোঃ মাহবুবুর রহমান কে পুনরায় উপহার চান।
জনতার নেতা মোঃ মাহবুবুর রহমান বলেন,কলাপাড়া,রাঙ্গাবালী,মহিপুর ও কুয়াকাটাতে আমার অনেক অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী আছেন সকলের প্রতি একজন সাধারণ নাগরিক হিসেবে সম্মান ও বিনয়ের সাথে অনুরোধ করবো সবার জন্য সুশিক্ষা ও সুনাগরিক গড়তে, ক্ষুধা, দারীদ্রমুক্ত দেশ গড়তে আলোর পথে এগিয়ে যেতে আবার ও শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন।
১১৪ পটুয়াখালী-৪ আসনের জনতার আবেদন যিঁনি ক্ষমতা নয়, জনতাকে প্রাধান্য দিয়ে জনগণের সেবায় জীবন-যৌবন বিসর্জন দিয়েছেন, সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন জনগণকে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক, আদর্শিক ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেছেন সাবেক এ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। যাঁর দুরদর্শি নেতৃত্বে দল সুসংগঠিত রয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক সংকট মোকাবিলায় কোন ধরনের খেসারত নয় আওয়ামী লীগ দলীয় মনোনয়নে মাহবুবুর রহমানের বিকল্প নাই।