রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের অবৈধ ও অনাবাসিক শিক্ষার্থীদের হলের সিট ত্যাগের নির্দেশনা দেয় হল প্রশাসন। এ নির্দেশনার ঠিক সাতদিন পর এবার শহীদ হবিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশনা দিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শরিফুল ইসলাম।
মঙ্গলবার (৩ অক্টোবর) হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শহীদ হবিবুর রহমান হলে অবস্থানরত অনাবাসিক, বহিরাগত শিক্ষার্থী ও যে সকল আবাসিক শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে, তাদেরকে আগামী ২০ অক্টোবরের মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, হলের যাদের অনাবাসিক, অবৈধ এবং স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে সেসব শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা হলে ওঠার সুযোগ পাবে।
শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, অনেক শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার পরেও তারা হলে অবস্থান করছেন। আবার 'এলোট' না থাকা সত্ত্বের অবৈধভাবে হলে অবস্থান করছে কিছু শিক্ষার্থী। ফলে 'এলোট' পাওয়া নতুন শিক্ষার্থীরা সিটে উঠতে পারছে না।
তিনি আরও বলেন, 'এলোট' দেওয়া নতুন শিক্ষার্থীদের মধ্যে অনেক দরিদ্র শিক্ষার্থীও রয়েছেন যাদের সিট পাওয়া জরুরি। এছাড়া বৈধ্যতা না নিয়ে অবস্থানরত অনাবাসিকদের জন্য হলে অর্থনৈতিক ঘাটতি বাড়ছে। ফলে সেসব অবৈধ ও অনাবাসিক শিক্ষার্থীদের হলের সিট ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জয়ন্তী রাণী বসাক বলেন, আবাসিক হলগুলোতে সিট সংক্রান্ত সমস্যা দীর্ঘ দিনের। হলের প্রাধ্যক্ষরা নিজেদের মতো এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কয়েকটি হলের প্রাধ্যাক্ষরা ইতোমধ্যে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিয়েছেন। ধীরে ধীরে হলগুলোতে এসব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করি।