যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, জনবিচ্ছিন্ন ও নিষ্প্রভ নেতৃত্ব আমাদের কাম্য নয়। সবার মনে প্রশ্ন কে আসবে নেতৃত্বে। কিন্তু প্রকৃত প্রশ্ন হওয়া উচিত কেমন হবে আগামীর নেতৃত্ব। কে আসবে নেতৃত্বে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কেমন হবে আগামীর নেতৃত্ব। নতুন নেতৃত্ব শুধু কর্মীবান্ধব বা দলবান্ধব হলে চলবে না। হতে হবে জনবান্ধব।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরশ বলেন, রাজশাহীর নেতাকর্মীরা অনেক প্রতিকূলতার মধ্যে রাজনীতি করে। অনেক সংগ্রাম করে রাজশাহী আওয়ামী লীগের রাজনীতি করতে হয়। এই অঞ্চলে বিএনপি-জামায়াতের আমলে বাসাতে ঘুমাতে দেয় নাই। অনেক মামলা, হামলা, অত্যাচার সহ্য করতে হয়েছে এই রাজশাহীর নেতাকর্মীদের।
তিনি বলেন, আমরা দেখেছি সাম্প্রদায়িক শক্তির উত্থান। বঙ্গবন্ধুকে হত্যা করে মেজর ডালিম রেডিও বাংলাদেশে চলে গেছেন, ইসলামি প্রজাতন্ত্র ডিকলিয়ার করতে। এই সকল সাম্প্রদায়িক শক্তির উত্থানের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের এই প্রজন্মকে সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা কি ওই ধর্মের সমাজ ব্যবস্থায় ফিরে যেতে চাই, যেখানে ধারাবাহিকভাবে ইতিহাস বিকৃত করার উৎসব পালিত হয়। আমরা কি আবারও ওই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যেতে চাই? যেখানে ৬৪ জেলায় একসাথে সিরিজ বোমা মেরে গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করে দেওয়া হয়।