ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

রাজশাহীতে প্রাথমিকের ৬ বস্তা বই জব্দ


নিউজ ডেস্ক
২:৫৫ - বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
রাজশাহীতে প্রাথমিকের ৬ বস্তা বই জব্দ

রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে দুটি ব্যাটারি চালিত রিকশা থেকে বইগুলো জব্দ করে পুলিশ।

বস্তার ওই বইগুলো প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বই বলে পুলিশ জানায়। বইগুলো ২০২৩ সালের ছিল। এ ঘটনায় দুই রিকশাচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, নগরীর সিঅ্যান্ডবি থেকে দুটি রিকশায় সরকারি বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা রিকশা দুটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে বইগুলো উদ্ধার করে। 

তিনি আরও জানান, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ। বইগুলো কোন স্কুলের তাও খোঁজ নেওয়া হচ্ছে। দুই রিকশাচালককে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেবো।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি আপনার থেকে শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।