ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ডুয়েটে র‌্যাগিং আতঙ্কে শিক্ষার্থীরা


নিউজ ডেস্ক
১৭:৩০ - বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩
ডুয়েটে র‌্যাগিং আতঙ্কে  শিক্ষার্থীরা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-(ডুয়েট) এর প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদেরকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে বেশকিছু সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। 

আজ বুধবার, সকাল ১০:৪৫টায়, বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের মূল ফটক সংলগ্ন (বকুল তলা নামক) স্থানে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্ ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় ভূক্তভোগী কয়েকজন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের দৃশ্য সাংবাদিকদের কাছে পৌঁছেছে। এতে স্পষ্টই দেখা যায়, একই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহানের নেতৃত্বে তারই সহপাঠী শামীম, সাব্বির, জিহাদ ও রেদোয়ান সহ আরো ১৫-২০জন মিলে সংঘবদ্ধ হয়ে ভর্তি হতে আসা প্রথম বর্ষের ছাত্র/ছাত্রীদের হাতে ভর্তির কাগজপত্র ও ফাইল দেখলেই ডেকে নিয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গিভঙ্গি, নাচ-গান করতে বাধ্য করা ও ব্যক্তিগত তথ্য জোরপূর্বক জানতে চেষ্টা করছে।


এছাড়া, ছাত্রীদের দেখলে তারা আরো বেশি কৌতুহলী হয়ে একই বিষয়ে বারবার জিজ্ঞাসা করছে। এমনকি তাদের সিনিয়র ভাইকে জুনিয়র শিক্ষার্থীর মাধ্যমে প্রপোজ করতেও বলতে দেখা গেছে।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে সোহান সাংবাদিকদের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে বলে, আমরা কাউকে র‌্যাগ দেইনি তবে তাদের কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি মাত্র আর তৃতীয় ও চতুর্থ বর্ষের কিছু সিনিয়র ভাইয়েরাও  উপস্থিত ছিলেন। 

তবে, অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়- গত ১৪, ১৭, ১৮ ও ১৯শে সেপ্টেম্বর’২৩ইং ক্রমান্বয়ে আর্কিটেকচার, মেকানিক্যাল, টেক্সটাইল ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির জন্য পূর্বে থেকেই তারিখ নির্ধারিত ছিল। তারই ধারাবাহিকতায় স্ব-স্ব বিভাগের ভর্তির দিনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক, মেডিক্যাল সেন্টার কিংবা হলরুমে আসা যাওয়ার কালে তাদের সিনিয়র ভাইয়েরা প্রথম বর্ষের জুনিয়রদের ডেকে নিয়ে র‌্যাগ দিয়েছে। উপরোক্ত বিষয়টি জানতে পেরে আমরা খোঁজ নিয়ে বিভিন্ন বিভাগের বেশকিছু ভুক্তভোগী শিক্ষার্থীদের সন্ধান পাই। তাতে নিরাপত্তাজনিত কারণে কেউই মুখ খুলতে রাজী নয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভুক্তভোগী এক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়- আমি খুব তাড়াতাড়ি ব্যাংকে ভর্তি ফি জমা দিতে যাচ্ছিলাম। তখন সিনিয়র ভাইয়েরা আমাকে ডেকে নিয়ে সালাম দেইনি কেন জানতে চায়, পরে আমাকে দশ মিনিট ভরদুপুরে প্রচন্ড রোদে দাঁড়িয়ে থাকার ও পুরো ডুয়েট মাঠের চারদিকে কয়েকবার চক্কর দিতে বাধ্য করে। এভাবে আমার সাথে ভর্তি হতে আসা অনেক শিক্ষার্থীই তাদের এই র‌্যাগিংয়ের শিকার হতে হয়েছে মেকানিক্যাল ২য় বর্ষের সোহান ও ইকরামুল এর নেতৃত্বে প্রায় ১০-১৫জন সংঘবদ্ধ ভাবে। এখানে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলেও তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে যথেষ্ঠ সত্যতা পাওয়া গিয়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে ভুক্তভোগী প্রায় ২০-২৫ জনের সাথে যোগাযোগ করা হলেও তারা বলছে ইতোমধ্যে বিভিন্ন সিনিয়র ভাইয়েরা সতর্ক করছে যে, বিষয়টি কাউকে না জানাতে। জানালে তাদের কে খুঁজে বের করে পরবর্তীতে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি করা হবে। এমতাবস্থায়, তাদের সকলেরই বক্তব্য হচ্ছে- তারা ডুয়েটের মতো এমন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে র‌্যাগিং নামক ভয়ানক সংস্কৃতি নিয়ে খুবই উদ্বিগ্ন ও নিজেদের ভবিষ্যৎ শিক্ষাজীবন অত্র ক্যাম্পাসে কতটুকু নিরাপদ তা নিয়ে আশংকা করছে। 

উক্ত র‌্যাগিংয়ের বিষয়ে ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলামের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি জানান-বিষয়টি খুবই স্পর্শকাতর ও মর্মান্তিক। যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে তা খতিয়ে দেখে এটির পুনরাবৃত্তি না ঘটার আশ্বাস দেন এবং অভিযুক্তদের বিষয়ে যাচাই বাছাই করে উপাচার্যের সাথে আলোচনা করে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।