ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

শিক্ষামন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় তিতুমীর কলেজে দোয়া


নিউজ ডেস্ক
১৬:২৫ - সোমবার, মে ৮, ২০২৩
শিক্ষামন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় তিতুমীর কলেজে দোয়া

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ। 

৮ মে ( সোমবার) দুপুরে কলেজের মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এর আগে এক শোকবার্তায় তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, ‘শিক্ষামন্ত্রী ড. দীপু মনির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে সরকারি তিতুমীর কলেজ গভীরভাবে শোকাহত। এতে মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।