ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক
৯:০৬ - বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩
ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিম আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর পূর্বে প্রেমের সম্পর্কে মিম ও রিপনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার মা কয়েক দিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য শাশুড়িকে বলেন। কিন্তু শাশুড়ি আরও কয়েক দিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ-শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। পরে বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তবে মিম রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফুলবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।