ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

আজ বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের জন্মদিন


নিউজ ডেস্ক
৩:৫৯ - বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২, ২০২৩
আজ বীরশ্রেষ্ঠ সিপাহি  হামিদুর রহমানের জন্মদিন

আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৭০ তম জন্ম দিবস।  ১৯৫৩ সালের আজকের এই দিনে (২রা ফেব্রুয়ারী)ঝিনাইদহ জেলার মহেশপুরে জন্মগ্রহন করেন জাতির এই সূর্য সন্তান। 

অসীম  সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ মহান মুক্তিযুদ্ধে যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়, সিপাহি হামিদুর রহমান  তাদের মাঝে অন্যতম। সাত জন বীরশ্রেষ্ঠ সেনানির মাঝে তিনি ই সর্বকনিষ্ঠ ।২৮শে অক্টোবর ১৯৭১ সালে মাত্র আঠারো বছর বয়সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তিনি শহীদ হন। 

জন্মদিনে জাতির এই বীর সন্তানের প্রতি রইল গভির শ্রদ্ধাঞ্জলি