ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশ কর্মকর্তার


নিউজ ডেস্ক
৩:০২ - বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২
ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশ কর্মকর্তার

চুরির মামলায় ঘুষের টাকা নিয়ে ভিজিল্যান্স কর্মকর্তার কাছে ধরা খেলেন পুলিশ। এ সময় টাকা লুকাতে না পেরে গিলে ফেলার চেষ্টা করেন ওই পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে। ওই পুলিশ কর্মকর্তার নাম মাহেন্দ্র উলা।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ধরা পড়ার পর নিমেষেই ঘুষের টাকা মুখের ভেতরে পুরে ফেলেন মাহেন্দ্র। পরে তার মুখ থেকে সেই টাকা বের করতে ধস্তাধস্তি শুরু করেন ভিজিল্যান্স কর্মকর্তারা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুষ বের করারও চেষ্টা করা হয়। তবে নাছোড়বান্দা মাহেন্দ্র, কিছুতেই বের করতে দেবেন না ওই অর্থ। শেষমেশ তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এই ঘুষ কাণ্ডের নেপথ্যে রয়েছে একটি মহিষ চুরির ঘটনা। ওই চুরির ঘটনায় মহিষের মালিকের থেকে ঘুষ নিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা।

জানা গিয়েছে, যাদের মহিষ চুরি হয়, তাদের ওই অভিযুক্ত পুলিশ অফিসার বলেন, তারা যদি ১০ হাজার টাকা ঘুষ দেন, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। তবে মহিষের মালিক শুভনাথ দাবি করেছেন, তিনি ঘুষের ৬ হাজার টাকা ইতোমধ্যে ওই পুলিশকে দিয়েছেন। তারপর বাকি টাকার দাবি করায়, শুভনাথ ভিজিল্যান্স ডিপার্টমেন্টের দ্বারস্থ হন। এরপরই এই ঘটনা উঠে আসে।