ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হলেন মালেকা আক্তার


নিউজ ডেস্ক
১২:৪১ - বুধবার, নভেম্বর ২, ২০২২
তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হলেন মালেকা আক্তার

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মালেকা আক্তার বানু।

বুধবার (২ নভেম্বর) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ২৪ তম শিক্ষক পরিষদ নির্বাচনে শিক্ষকদের ভোটে তিনি বিজয়ী হন।

এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত।

শিক্ষক পরিষদের নব-নির্বাচিত সম্পাদক মালেকা আক্তার এর আগেও ২১ তম শিক্ষক পরিষদের সম্পাদক ও দু'বার শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। পেশাগত জীবনের বাইরে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আষ্টেপৃষ্ঠে জড়িত।

নব নির্বাচিত সম্পাদক মালেকা আক্তার জানান, শিক্ষক পরিষদের সম্পাদক হওয়াটা অনেক সম্মান এবং আনন্দের। একই সাথে দায়িত্বটাও অনেক বেড়ে গেল।

শিক্ষদের প্রতিনিধি হিসেবে প্রশাসনকে সাথে নিয়ে শিক্ষকদের হয়ে কাজ করবো। পাশাপাশি শিক্ষার মান্নোয়ন ও গুনগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনকে সাথে নিয়ে গঠনমূলক কাজ করার চেষ্টা করবো।