ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সাত কলেজে ভর্তির আবেদন করবেন যেভাবে


নিউজ ডেস্ক
১৩:৩৭ - শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২
সাত কলেজে ভর্তির আবেদন করবেন যেভাবে



প্রথমে ৭ কলেজের এডমিশন ওয়েবসাইটে নিজের রোল, বোর্ড দিয়ে "Login" করবেন। পরীক্ষার ফল অপশনের পাশে/নিচে "বিস্তারিত ফরম" অপশনে ক্লিক করে পরের ধাপে যাবেন।

ধাপ ১ : "নতুন ফরম" অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এইটা সংরক্ষণ করে রাখবেন।
ধাপ ২ : নতুন ফরম থেকে যে পাসওয়ার্ড পাবেন তা দিয়ে "পূরণকৃত" অপশনে ক্লিক করে ধাপে ধাপে বাকি ফরম পূরণ করবেন।
(পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন... পরবর্তীতে এই পাসওয়ার্ড কাজে লাগবে)
.
👉 প্রথমে পিতা-মাতা সম্পর্কিত তথ্য দেওয়া লাগবে।
পিতা-মাতা কেউ ঢাকায় বসবাস করলে সে অপশনে "হ্যা" দিলে "স্থানীয় অভিভাবকের তথ্য" অপশন আসবে না। আর "না" অপশনে ক্লিক করলে পরবর্তীতে "স্থানীয় অভিভাবকের তথ্য" দেওয়া লাগবে। এরপর "পরবর্তী ধাপে" যাবেন।
.
👉 এরপর পূরণ করতে হবে "শিক্ষার্থীর বিস্তারিত তথ্য"...
ফরমে আপনার নাম, ধর্ম, মোবাইল নম্বর, ইমেইল, জন্ম নিবন্ধন নম্বর, বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঠিক মতো পূরণ করবেন। এরপর "পরবর্তী ধাপ" অপশনে ক্লিক করবেন।
.
👉 এইবার "পিতা-মাতার বিস্তারিত তথ্য" দেওয়া লাগবে...
ফরমে পিতা-মাতার নাম, পেশা, মোবাইল নম্বর, NID নম্বর, মাসিক আয়, শিক্ষাগত যোগ্যতা ঠিক মতো পূরণ করবেন। এরপর "পরবর্তী ধাপ" অপশনে ক্লিক করবেন।
.
👉 এইবার "স্থানীয় অভিভাবকের তথ্য" দেওয়া লাগবে...
স্থানীয় অভিভাবক অবশ্যই ঢাকায় বসবাসরত কেউ থাকলে তার টা দেওয়া লাগবে। ঢাকায় বসবাসরত পিতা-মাতা থাকলে চাইলে তাদের টাও দিতে পারবেন। ফরমে তার নাম, পেশা, মোবাইল নম্বর, মাসিক আয়, সম্পর্ক, বর্তমান ঠিকানা ঠিক মতো পূরণ করবেন। এরপর "পরবর্তী ধাপ" অপশনে ক্লিক করবেন।
.
👉 এইবার "কলেজ ও বিষয় Choice" অপশন পাবেন। এইখানে আপনি আপনার পছন্দক্রম অনুযায়ী Choice দিবেন। Choice দেওয়া শেষ হলে "নিশ্চিত করুন" অপশনে ক্লিক করবেন।
তাড়াতাড়ি Choice দেওয়ার চেষ্টা করবেন। নাহলে কিছুক্ষণ পর "Session Lost" লেখা আসবে। ফলে প্রথম থেকে ধাপে ধাপে আবার সব পূরণ করতে হবে।
.
"নিশ্চিত করুন" অপশনে ক্লিক করার পর এতোক্ষণ যা যা তথ্য পূরণ করেছেন তা বিস্তারিত চলে আসবে। সব তথ্য ঠিক আছে কিনা তা ভালো করে চেক করে নিবেন। এরপর নিচে চলে যাবেন।
দেখবেন...👇👇👇
👉 আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তথ্যাবলী ও বিষয়ের পছন্দক্রম সঠিক 👈
এই অপশনে টিক চিহ্ন দিবেন। এরপর "নিশ্চিত করুন" অপশনে ক্লিক করবেন।
👉 বিস্তারিত ফরমে যা যা তথ্য দিয়ে ফরম পূরণ এবং বিষয় Choice দিয়েছেন তা PDF আকারে চলে আসবে। এই PDF টি Download করে রাখবেন।
👉 একবার Choice Form Submit দেওয়ার পর আর ঢুকতে পারবেন না। Choice Form #Lock হয়ে যাবে। শুধু PDF ডাউনলোড করতে পারবেন।
.
.
কাজ শেষ। এরপর রেজাল্টের অপেক্ষা করবেন। ১০/১৫ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আশা করি।
____________________________________________
#বি_দ্র : অনেকের জন্ম নিবন্ধন, পিতা-মাতার NID এর তথ্য ভুল আছে। কিন্তু এখনো সংশোধন করেননি তারা SIF ফরমে সঠিক তথ্য দিবেন। ভুল আছে বলে ভুল তথ্য দিবেন না। ভুল থাকলেও আপনার NID / জন্ম নিবন্ধন যে নম্বর আছে সেটা দিয়েই ধাপে ধাপে আবেদন সম্পন্ন করবেন।
.
👉 যাদের জন্ম নিবন্ধন/NID নেই, পিতা-মাতার NID নেই তারা ফরমের অপশনে "N/A বা হাইফেন (-) চিহ্ন" বসাবেন। তাহলেই হবে।
এক কথায় যেসব ইনফরমেশন আপনার কাছে নেই তাতে উক্ত নিয়ম ব্যবহার করবেন। আর যেসব ইনফরমেশন আছে তা দিয়ে ফরম পূরণ করবেন। তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন। 👈