ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয়


নিউজ ডেস্ক
১৩:৪৯ - শনিবার, আগস্ট ৬, ২০২২
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয়

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী  বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট।  

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটে শনিবার (৬ আগস্ট) সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর  ২ টা পর্যন্ত বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন চলমান ছিল। অনুষ্ঠানে প্রায় ১৫ জন  রক্তদাতার কাছ থেকে বিনামূল্যে রক্ত গ্রহণ করা হয় এবং প্রায় ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্নয়ের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করা হয়। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এর ব্লাড ট্রান্সমিশন বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর ফারহানা আক্তার নীলা এবং উক্ত বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মোঃ শিবলী। 


আরও উপস্থিত ছিলেন বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিট এর সভাপতি সোহেল আদনান ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ সহ বাঁধন সরকারি তিতুমীর কলেজ ইউনিট এর সদস্যবৃন্দ।

ক্যাম্পেইন সম্পর্কে তারা বলেন, রক্ত দানে ভয়ের কিছু নেই। তারা সকলকে সকল ভয় কুসংস্কার দূরে ঠেলে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।