কলম্বিয়ার উপকূলে সম্প্রতি বিখ্যাত জাহাজ সান জোসে গ্যালিয়নের ধ্বংসাবশেষের পাশেই স্বর্ণভর্তি দুই জাহাজের সন্ধান মিলেছে। সেখানেই মিলল ৩০০ বছরের পুরনো গুপ্তধন। ওই দুই জাহাজে প্রচুর সোনার খোঁজ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১৭ বিলিয়ন ডলার।
৬২ কামানওয়ালা সান হোসে গ্যালিয়নটিকে ১৭০৮ সালে ডুবিয়ে দিয়েছিল ব্রিটিশরা। ২০১৫ সালে এই জাহাজের খোঁজ পাওয়া যায়। এবার জাহাজের ধ্বংসাবশেষের নতুন ফুটেজ প্রকাশ করা হয়েছে।
ভিডিওটি তোলা হয়েছে রিমোট কন্ট্রোল ডিভাইস ব্যবহার করে। যে দুটি জাহাজে ধনরত্ন পাওয়া গেছে সেগুলো অন্তত ২০০ বছরের পুরনো বলে জানা গেছে। প্রধান জাহাজের অদূরেই ছিল ওই দুটি জাহাজ।
রিমোট কন্ট্রোলে পরিচালিত ক্যামেরায় দেখা গেছে, সমুদ্রতলে পড়ে রয়েছে সোনার মুদ্রা, প্রাচীন মাটির পাত্র, চীনামাটির কাপ ইত্যাদি। একটি কামানও পড়ে থাকতে দেখা গেছে।
সান হোসে গ্যালিয়নকে বলা হয়েছে জাহাজের ধ্বংসাবশেষের ‘হোলি গ্রেল’। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ধনরত্ন সম্বলিত জাহাজ ডুবে যাওয়ার ঘটনা এটাই।