ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশাদারদের বক্সিং


নিউজ ডেস্ক
১০:৫১ - মঙ্গলবার, মে ১৭, ২০২২
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশাদারদের বক্সিং

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশাদারদের জন্য আন্তর্জাতিক বক্সিং আয়োজন ‘সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট- দ্য আল্টিমেট গ্লোরি’। আগামী বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই বক্সিং ফাইট অনুষ্ঠিত হবে।

দেশের বক্সারদের আন্তর্জাতিক প্লাটফর্ম দিতে এবং বক্সিংকে পেশা হিসেবে বেছে নেয়ার সুযোগ করে দিতে প্রথমবারের মতো এমন আয়োজন করেছে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন (বিবিএফ)। পুরো আয়োজনে সহযোগিতা করছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশনস। বাংলাদেশ, নেপাল ও ভারতের মোট ১৪ জন বক্সার বিভিন্ন ওয়েটক্লাসে এই টুর্নামেন্টে অংশ নেবেন। সবচেয়ে প্রত্যাশিত লড়াইটি হবে বাংলাদেশের মোহাম্মদ আলামিন এবং নেপালের ভারত চাঁদের মধ্যে। ওয়েল্টারওয়েট শ্রেণির দুই জাতীয় বীরের মধ্যে চার রাউন্ডের এই পেশাদার লড়াইটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের প্রথম লড়াই। রাজধানীর বনানীর একটি হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রফেশনাল বক্সিংয়ের আন্তর্জাতিক এই আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরে বিবিএফ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের সভাপতি আদনান হারুন, ভারতের বক্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার পিকেএম রাজা, নেপাল প্রফেশনাল বক্সিং কমিশনের প্রেসিডেন্ট ম্যাক্স মনোহর বাসনেত। বৃহস্পতিবারের আয়োজনে বাংলাদেশ থেকে ১১ জন বক্সার, ভারতের একজন এবং নেপালের দুই জন অংশ নেবেন। সেখানে মোট সাতটি ফাইট অনুষ্ঠিত হবে।