ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ


নিউজ ডেস্ক
১১:২১ - শনিবার, মে ১৪, ২০২২
ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ

গ্রুপের দ্বিতীয় ম্যাচ জয়ের পরই এশিয়ান গেমস নিশ্চিত হয়েছে বাংলাদেশ হকি দলের। এখন চলছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই মিশনের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ শনিবার ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ের সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে লিড নিয়েছিল থাইল্যান্ড। ১০ মিনিটে চানাচলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ সেই গোল পরিশোধ করতে পারেনি। 

দ্বিতীয় কোয়ার্টারের সাত মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে ম্যাচে সমতা আনেন। ২৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 

তৃতীয় কোয়ার্টারে পাঁচ মিনিটে আশরাফুল আবার গোল করলেও ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি।আশরাফুলের দুইটি গোলই পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে রাকিবুল হাসান রকি ফিল্ড গোল করলে স্কোরলাইন ৪-১ হয়।

আগের সেমিফাইনালে ওমান ২-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। আগামীকাল ফাইনালে বাংলাদেশ ওমানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়।