ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত


নিউজ ডেস্ক
২:৩৪ - বৃহস্পতিবার, মে ১২, ২০২২
পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম স্যাম বাসিল। বুধবার (১১ মে) রাতে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর উপপ্রধানমন্ত্রী বাসিলসহ অন্য তিনজন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর উপ-প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সাথে জড়িত দ্বিতীয় গাড়িটি এবং এর চালক সম্পর্কে জানা গেছে।’

দুর্ঘটনার তদন্ত ‘সময় মতো’ সম্পন্ন হবে বলেও আশাবাদী ডেভিড ম্যানিং।