ঢাকা বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সরকারের সঙ্গে ইমরান খানের পিটিআইয়ের বৈঠক


নিউজ ডেস্ক
১৬:৩৭ - বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫
সরকারের সঙ্গে ইমরান খানের পিটিআইয়ের বৈঠক

পাকিস্তানে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। ইমরান খানের বিরুদ্ধে জমি নিয়ে দুর্নীতির অভিযোগের মামলায় রায় দেওয়ার আগের দিন সরকারের সঙ্গে আলোচনায় বসেছে দলটি। এছাড়া চলমান রাজনৈতিক অস্থিরতাও নিরসন করতে চায় তারা।

অভিযোগ রয়েছে আল-কাদির ট্রাস্ট নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করে সেটির জন্য জমি ঘুষ নিয়েছেন ইমরান খান। যা সুবিধা পাওয়ার বিনিময়ে একটি আবাসন কোম্পানি দিয়েছিল। তবে পিটিআই জানিয়েছে, এই জমিটি ইমরান ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নেননি। সেখানে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতেন তিনি। কাল শুক্রবার (১৭ জানুয়ারি) এ মামলার রায় দেওয়া হবে।

সরকারের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব বলেছেন, “আমরা সরকারের কাছে আমাদের দাবিগুলো পেশ করেছি। তারা আমাদের ইমরান খানের সঙ্গে একান্তভাবে কথা বলার অনুমতি দিয়েছে।”

পিটিআই মূলত ২০২৩ সালের আগস্টে ইমরান খানের গ্রেপ্তার এবং সেই বছরই তার সমর্থকদের দ্বারা সেনাবাহিনীর অবকাঠামোয় হামলার ব্যাপারে দুটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাইছে।

পাকিস্তানের প্রতিনিধি পরিষদের স্পিকার আয়াজ সাদিক জানিয়েছেন, তিনি পিটিআইয়ের দাবিগুলো পেয়েছেন। সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের এ দাবিগুলো নিয়ে প্রধান আলোচকের ভূমিকা পালন করছেন ইরান সিদ্দিকি। তিনি জানিয়েছেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানাবেন তারা।

সূত্র: রয়টার্স