ঢাকা মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

পরকীয়া প্রেম, হোটেলে মিলল প্রেমিকার ঝুলন্ত দেহ


নিউজ ডেস্ক
১৫:০১ - রবিবার, জুলাই ২৮, ২০২৪
পরকীয়া প্রেম, হোটেলে মিলল প্রেমিকার ঝুলন্ত দেহ

হোটেলের ঘরে ঝুলছে এক নারীর নিথর মরদেহ। গলায় গামছার ফাঁস, শরীরের পোশাকও এলোমেলো। আত্মহত্যা না কি খুন এ নিয়ে পুলিশের সন্দেহ থাকলেও ওই নারীর পরিবার বলছে তার প্রেমিকই তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।  

ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। মৃতার নাম যুথিকা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে— শনিবার বিকেলে যুথিকা তার প্রেমিক সঞ্জীবের সঙ্গে হোটেলে গিয়েছিলেন। সঞ্জীব এবং যুথিকা, দু’জনে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। 

শনিবার হোটেলে যাওয়ার পর সঞ্জীব এবং যুথিকার মধ্যে কোনো ঝামেলা হয়েছিল কি না তা জানা যায়নি। রোববার ভোর ৫টা নাগাদ ওই হোটেল থেকেই যুথিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান যুথিকার পরিবারের সদস্যরাও। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান যুথিকা আর বেঁচে নেই।   

পরিবারের অভিযোগ, যুথিকার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শুধু তা-ই নয়, পিঠে এবং শরীরেরও একাধিক জায়গায় আঘাতের দাগ দেখা যাচ্ছে। এটা আত্মহত্যা হতে পারে না। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

পুলিশ যুথিকার প্রেমিক সঞ্জীবকে গ্রেপ্তার করেছে।