ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪


নিউজ ডেস্ক
৫:৩৭ - বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ১১.৫ গ্রাম হেরোইন, ১৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ডিএমপির  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।