ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ইসি কর্মকর্তাদের প্রশিক্ষক হতে লাগবে অনুমতি


নিউজ ডেস্ক
১০:৫৮ - বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
ইসি কর্মকর্তাদের প্রশিক্ষক হতে লাগবে অনুমতি

মাঠপর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষক হতে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে হবে বলে জানিয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক (জাতীয়) মো. আলা উদ্দিন আল্ মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা ইসির সকল কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ১৯ ডিসেম্বর হতে মাঠপর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হয়েছে। সারা দেশে একযোগে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ চলবে।’

‘প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের যেসব কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। যাদেরকে প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে, তাদের প্রশিক্ষণে উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে যেসব কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য বলা হলো।’