ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে মনিটরিং কমিটি গঠন


নিউজ ডেস্ক
১০:৩৯ - বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে মনিটরিং কমিটি গঠন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ যথাযথভাবে হচ্ছে কি না, সেটি দেখতে চার সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

এতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৯ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ যাতে যথাযথভাবে অনুষ্ঠিত হয়, তা মনিটর করা প্রয়োজন। বিশেষ করে যাদেরকে ট্রেইনার হিসেবে আমন্ত্রণ জানানো হবে তাদের উপস্থিতি ও প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এজন্য সকল জেলার প্রশিক্ষণ মনিটরিং করা প্রয়োজন।’

‘এ লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক (জাতীয়) মো. আলা উদ্দিন আল্ মামুনকে সিলেট ও চট্টগ্রাম, উপ-পরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বরিশাল ও খুলনা, উপ-পরিচালক (চলতি দায়িত্ব- প্রশিক্ষণ-১) আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, উপ-পরিচালক (চলতি দায়িত্ব- প্রশিক্ষণ-২) আয়েশা আক্তারকে রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।’

কমিটির সদস্যদের দায়িত্বের বিষয়ে অফিস আদেশে বলা হয়, ‘প্রতিদিন যেসব উপজেলায় প্রশিক্ষণ হবে; সেখানে আমন্ত্রিত প্রশিক্ষণার্থী কতজন এবং উপস্থিতি কতজন, প্রশিক্ষক হিসেবে কতজনকে আমন্ত্রণ জানানো হয়েছে, কতজন উপস্থিত ছিল এবং কতজন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেছেন, মোট কতটি কক্ষে প্রশিক্ষণ হয়েছে, প্রশিক্ষণ সামগ্রী বিতরণ হয়েছে কি না, টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত কতজন প্রশিক্ষক ছিল— এসব তথ্য প্রতিদিন সার্ভারের মাধ্যমে সংগ্রহ করবেন। কোনো অসংগতি দেখা দিলে প্রতিবেদনসহ রিপোর্ট দিতে হবে।’