ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সুপ্রিম কোর্ট বারে এক সহকারী অ্যাটর্নির বিরুদ্ধে আরেকজনের অভিযোগ


নিউজ ডেস্ক
৩:৫৪ - বুধবার, অক্টোবর ১১, ২০২৩
সুপ্রিম কোর্ট বারে এক সহকারী অ্যাটর্নির বিরুদ্ধে আরেকজনের অভিযোগ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের রুমের সামনে মারামারির ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বারে অভিযোগ করেছেন আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব।

মঙ্গলবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল বরাবর এ অভিযোগ করা হয়েছে। বুধবার বিষয়টি জানা গেছে।

জানা গেছে, লিখিত অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব মারামারির ঘটনায় তার সম্মানহানি হয়েছে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন। অপরাধীকে বিচারের সম্মুখীন করতে বলা হয়েছে আবেদনে।

এর আগে সোমবার (৯ অক্টোবর) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের রুমের সামনে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব ও নারী আইনজীবী তামান্না ফেরদৌসের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবস্থা নিতে আইনজীবী মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবর একটি লিখিত আবেদন করেন। আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী মহলে ঘুরপাক খাচ্ছে।

লিখিত আবেদনে রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর উল্লেখ করেন, দুপুর ২টার সময় বারের সম্পাদকের রুমের সামনে অবস্থানকালে আগের শত্রুতার জের ধরে রাজনৈতিক কথাবার্তা চলাকালে হঠাৎ সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস আমাকে গালিগালাজ করেন। আমি এর প্রতিবাদ করলে তিনি আমার দুই গালে দুইটা চড়-থাপ্পড় মারেন। এমনকি বেশি বাড়াবাড়ি করলে তিনি আমাকে বহিরাগত লোকজন দিয়ে খুন করার হুমকি দেন। ঘটনাস্থলে বিজ্ঞ আইনজীবীরা ও অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখলে প্রকৃত বিষয়টি জানা যাবে। এ ঘটনায় আমার মান, সম্মান ও ইজ্জতহানি ঘটে। আমি এর বিচার চাই।

প্রত্যক্ষদর্শী এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীর মধ্যে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটেছে। সামান্য খাবারের টোকেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এমন ঘটনা আমাদের জন্য লজ্জাকর। দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।

উল্লেখ্য, সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।