ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে শ্রমিক নিহত


নিউজ ডেস্ক
১২:২৬ - শনিবার, জুন ১১, ২০২২
নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় বেসিক বিল্ডার্সের নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে লাল বাবু (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাল বাবুকে উদ্ধার করে নিয়ে আসা রেজাউল বলেন, বেসিক বিল্ডার্সের নির্মাণাধীন ভবনের ১০তলায় কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহত লাল বাবু নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মিরপুর থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে।