ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ছুটি নিতে চান সাকিব


নিউজ ডেস্ক
১১:৪০ - রবিবার, মে ২২, ২০২২
উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ছুটি নিতে চান সাকিব

চলমান শ্রীলঙ্কা সিরিজ শেষে আগামী জুন মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ দল। ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। তবে তিন ফরম্যাটে সাকিবকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ছুটি নিতে চান বাঁহাতি অলরাউন্ডার।

ছুটির ব্যাপারটি অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি সাকিব। তবে টেস্ট সিরিজ খেলতে চান বলে জানিয়েছেন, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল বলেন, ‘মৌখিকভাবে সাকিব বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না। বিশ্রামের প্রয়োজন। আবার টেস্ট খেলবে সেটাও জানিয়েছে। আমরা এখনো আনুষ্ঠানিক কিছু পাইনি। আমরা তাকে সব ফরম্যাটেই চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। দেখা যাক, সাকিব নিজ থেকে কিছু বলেন কিনা। আপাতত এসব নিয়ে কোনো কথা হচ্ছে না।’ উইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এজন্য আগামী মাসের শুরুতে উড়াল দেবে দল। ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।