ঢাকা মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ-পোনাসহ আটক ৭৯


নিউজ ডেস্ক
৩:৪০ - সোমবার, জুলাই ১৫, ২০২৪
নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ-পোনাসহ আটক ৭৯

গত ২৪ ঘণ্টায় চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৭৯ জনকে আটক করেছে নৌ পুলিশ।

সোমবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।

গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৯৩ লাখ ৪১ হাজার ৫৭০ মিটার অবৈধ জাল, ৮৯১ কেজি মাছ, কাঁকড়া ২০ কেজি এবং বিভিন্ন প্রজাতির ৮৬ হাজার ৩০০ পিস বাগদা রেনু পোনা জব্দ করা হয়। এদিন নৌ পুলিশ নদী থেকে ৮০টি ঝোপ ধ্বংস করে।

নৌ পুলিশের এ অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১১টি বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং অবৈধ জালে মাছ ধরার জন্য ২৬টি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া গতকাল (রোববার) অবৈধ বালু উত্তোলনের জন্য একটি ড্রেজার জব্দ করা হয়।

এ অভিযানে ৭৯ জন আটক করা হয় এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ছয়টি, বেপরোয়া নৌযান আইনে দুটি এবং মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে একটি মামলাসহ মোট ৯টি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।