চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির (১২) নামে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে থানার এক কিলোমিটার এলাকায় বিল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মনির পূর্ব ষোলশহর এলাকার মিজান হোসেনের ছেলে। সোমবার (২৬ মে) বিকেলে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়। পরবর্তী সময়ে বাসায় না ফিরে আসায় আজ মনিরের মা হালিমা চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর মধ্যেই আজ দুপুরে থানার এক কিলোমিটার এলাকায় বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মনির খেলতে খেলতে ড্রেনের রেলিংয়ের ওপর দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে রেলিংয়ের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় সে।