ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ১২ দলীয় জোটের


নিউজ ডেস্ক
১৭:৪৩ - সোমবার, এপ্রিল ১, ২০২৪
বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ১২ দলীয় জোটের

‘এক দলীয় গুন্ডাতন্ত্র’ রুখতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে ১২ দলীয় জোট। জোটের নেতারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্ররা দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত রাখতে চায়। তারা জ্ঞানের চর্চায় বিশ্বাসী, তারা ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে চায়। জাতি-ধর্ম নির্বিশেষে সব দেশপ্রেমিক অভিভাবক, শিক্ষক এবং রাজনীতিবিদদেরও তাদের এই উদ্যোগকে সমর্থন দেওয়া উচিত।

সোমবার (১ এপ্রিল) ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের পক্ষে জোটের সমন্বায়ক সৈয়দ এহসানুল হুদা এক বিবৃতিতে তাদের এ সমর্থন জানান।

নেতারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্রদের দাবির প্রতি ১২ দলীয় জোটের পক্ষ থেকে আমাদের পূর্ণ সমর্থন থাকবে, আমরা আপনাদের পাশে আছি। আমরা গুন্ডাতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা এবং সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।

ধর্ষণ-নির্যাতন-অত্যাচার, ভিন্নমতের ছাত্রসংগঠনকে থাকতে না দেওয়া এবং নৃশংসভাবে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়। এর প্রতিবাদে শুধু ছাত্ররা না, দেশের সুশীল সমাজ, রাজনৈতিক দল ফুঁসে ওঠে। তখন বুয়েট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, বুয়েটে কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন থাকবে না। যার পরিপ্রেক্ষিতে বুয়েট এ সিদ্ধান্ত নিয়েছে।

আজকে আমরা দেখতে পাচ্ছি কীভাবে চর দখলের মতো বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাস দখলের পাঁয়তারা করছে বলে দাবি করেন জোটের নেতারা।