ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সরকার পতনে ৬ দিনের কর্মসূচি ঘোষণা নাগরিক ঐক্যের


নিউজ ডেস্ক
১১:৪১ - সোমবার, ফেব্রুয়ারী ১২, ২০২৪
সরকার পতনে ৬ দিনের কর্মসূচি ঘোষণা নাগরিক ঐক্যের

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক ঐক্য। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সামনে দলটির গণস্বাক্ষর কর্মসূচি থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আগামীতে কর্মসূচি আরও জোরদার হবে।

নাগরিক ঐক্যের কর্মসূচির মধ্যে রয়েছে- ১৩ ফেব্রুয়ারি গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর। মালিবাগ হোসাফ টাওয়ার সামনে এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী, ১৬ ফেব্রুয়ারি শনির আখড়া, ১৮ ফেব্রুয়ারি ফার্মগেট ও ১৯ ফেব্রুয়ারি খামারবাড়ি সামনে একই কর্মসূচি পালিত হবে। 

আর ১৭ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান মান্নার কাব্যগ্রন্থ ‘'মিথ্যা এখন অনিন্দ্য’ প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার বিএনপির পক্ষ থেকেও ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।