ঢাকা রবিবার, মে ১১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু


নিউজ ডেস্ক
৬:২১ - সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩
মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে ওসমান গণির (২০) মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ওসমান গণির শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। গত শুক্রবার রাতে কক্সবাজারে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন। এতে দগ্ধ হয় ১২ জেলে। দগ্ধরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।