ঢাকা শুক্রবার, জুন ৯, ২০২৩

Popular bangla online news portal

টি-টোয়েন্টিতে এখন অ্যাঙ্করিং বলতে কিছু নেই: রোহিত


নিউজ ডেস্ক
৩:০৭ - শুক্রবার, মে ২৬, ২০২৩
টি-টোয়েন্টিতে এখন অ্যাঙ্করিং বলতে কিছু নেই: রোহিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। দীর্ঘ ১৬ বছর ধরে ভারতের ওপেনিং সামলাচ্ছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টির বিভিন্ন পরিবর্তন চোখের সামনে দেখেছেন ভারতীয় এই ব্যাটার।

তিনিই মনে করেন শুরুর দিকের বিপর্যয় বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে টি-টোয়েন্টিতে অ্যাঙ্কর ভূমিকার কোনো জায়গা নেই। এখন আর খুব বেশি প্রয়োজন না হলে ইনিংস ধরে খেলার সুযোগ নেই বলে মনে করেন তিনি। সবাই এখন ভিন্নভাবে টি-টোয়েন্টি খেলছে বলেও মন্তব্য করেছেন রোহিত।

তিনি বলেন, 'আমি যা দেখছি, তাতে অ্যাঙ্করের কোনো ভূমিকা এখন আর নেই। টি-টোয়েন্টি ক্রিকেট এখন এভাবেই খেলা হচ্ছে। যদি না আপনার দলের রান থাকে ৩ উইকেটে বা ৪ উইকেটে ২০… সেটা তো আর সবদিন হয় না। কখনও কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়, তখন কারও ইনিংস অ্যাংকর করে ভালো স্কোরে নিয়ে শেষ করতে হয়। কিন্তু এমনিতে এখন অ্যাংকর বলে কিছুর জায়গা নেই। সবাই এখন ভিন্নভাবে খেলছে।'

রোহিতের বিশ্বাস মানসিকতার পরিবর্তন না করলে টি-টোয়েন্টিতে টেকা অনেক কঠিন হয়ে যাবে ক্রিকেটারদের জন্য। যারা মানসিকতার উন্নতি করবে তারাই অন্য উচ্চতায় পৌঁছে যাবে। রোহিতের ভাষ্য, 'মানসিকতায় বদল না আনতে পারলে আপনাকে স্রেফ উড়ে যেতে হবে। অন্য পক্ষের মানুষগুলো এখন খেলাটাকে নিয়ে ভিন্নভাবে ভাবছে এবং এটিকে তারা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।'