ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

প্রথম দিনেই সাড়া ফেলেছে ‘দামাল’


নিউজ ডেস্ক
১২:২৬ - শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২
প্রথম দিনেই সাড়া ফেলেছে ‘দামাল’

দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে নির্মিত সিনেমা ‘দামাল’।

সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। সিনেমাটি মুক্তির আগে অভিনব প্রচারে অংশ নেয় টিম দামাল। এ ছাড়াও স্বাধীন বাংলা ফুটবল দলের দামাল ছেলে হয়ে এই সিনেমার টিজার-পোস্টারে চমক দেখিয়েছেন সিয়াম ও রাজ। নজর কেড়েছেন বিদ্যা সিনহা মিম।

মিম বলেন, সিনেমায় প্রেম ভালোবাসা সবকিছুই আছে। মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটও আছে। দর্শকরা যে ধরনের গল্প আশা করেন সেই ধরনের গল্প দামাল। সিনেমাটি হলে গিয়ে দর্শকরা দেখলে তারা হতাশ হবেন না।

স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পই তুলে ধরেছেন রায়হান রাফি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফির সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা।

এদিকে প্রথম দিনই হলভর্তি দর্শক সিনেমাটি উপভোগ করেছেন। তারা বলেছেন, স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে প্রেম আর যুদ্ধের প্রেক্ষাপটে এই চলচ্চিত্র তাদের মনে ভিন্ন মাত্রার অনুভূতির জন্ম দিয়েছে। মিমের অভিনয় এবারও নজর কাঁড়ার মত। 

সিনেমাটিতে সিয়াম-রাজ-মিম ছাড়াও আছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।