ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

৪০০ পর্বে ধারাবাহিক ‘বউ শাশুড়ি’


নিউজ ডেস্ক
১১:১১ - রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২
৪০০ পর্বে ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

আগামীকাল ২৬ সেপ্টেম্বর প্রচারিত হবে বৈশাখী টিভির নিয়মিত ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’র ৪০০ তম পর্ব। সপ্তাহের শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচার হচ্ছে নাটকটি।

টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকে।

নাটকটি নিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘মা-বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। সে বিষয়টাকেই এই নাটকে তুলে ধরা হয়েছে। নাটকটির মাধ্যমে এসব বিষয়ে দর্শকের সচেতনতা বাড়বে বলেই আমাদের বিশ্বাস।’

‘বউ শাশুড়ি’র ৪০০ পর্বে থাকছেন আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, রোজী সিদ্দিকী, আরফান আহমেদ, জয়রাজ, স্বাগতা, মিষ্টি মারিয়া ও অবাক।