ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

প্রেস ক্লাবে অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক
৬:২৩ - শুক্রবার, জুলাই ২৯, ২০২২
প্রেস ক্লাবে অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে। এতে ইামামতি করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা জসীম উদ্দিন। অমিত হাবিবের মরদেহ জন্মভূমি ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে।

জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, জাফরুল্লাহ চৌধুরী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

আরও উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, মঞ্জুরুল আহসান বুলবুল, ডিবিসির সম্পাদক, সমকালের সম্পাদক, প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসান হাফিজসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা।

এর আগে সকাল ১০টার দিকে দৈনিক দেশ রূপান্তরের অফিসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সাংবাদিক অমিত হাবিব ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ঝিনাইদহে জন্ম গ্রহণ করেন। দৈনিক দেশ রূপান্তরের আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। এরও আগে দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদক ছিলেন।