ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

সেনাবাহিনীর শীর্ষ আইনজীবীকে গ্রেপ্তার করল ইসরায়েল


নিউজ ডেস্ক
১৬:০৮ - সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সেনাবাহিনীর শীর্ষ আইনজীবীকে গ্রেপ্তার করল ইসরায়েল

কারাবন্দি ফিলিস্তিনিদের নির্যাতনে ইন্ধন দেওয়ার অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক শীর্ষ আইনজীবী (অ্যাডভোকেট জেনারেল) ইফাত তোমের-ইয়েরুশালমকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। আজ সোমবার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইফাত তোমের-ইয়েরুশালমের পাশাপাশি আইডিএফের সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।


সম্প্রতি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। সেই চিত্রে দেখা গেছে, একটি ইসরায়েলি বন্দিশালায় কারাবন্দি ফিলিস্তিনিদের নিষ্ঠুরভাবে আঘাত করছে ইসরায়েলি সেনারা।


প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৪ সালে দক্ষিণ ইসরায়েলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ঘটেছিল এ ঘটনা। ইফাত এবং মাতানের বিরুদ্ধে অভিযোগ— তারা এই ঘটনার তদন্তে বাধা দিয়েছিলেন এবং সামরিক কর্তৃপক্ষকে এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। এছাড়া এই ভিডিও যেন সংবাদমাধ্যমের হাতে না পড়ে, সেজন্যও পদক্ষেপ নিয়েছিলেন তিনি।


কিন্তু তারপরও ফাঁস হয়ে গেছে এই ভিডিও। মূলত এ কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।


সোমাবার গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতের আবেদন করে ইসরায়েলি পুলিশ। আবেদনের ওপর শুনানি শেষে আদালত ৩ দিনের হেফাজত মঞ্জুর করেন।


২০২১ সালে আইডিএফের শীর্ষ আইনজীবী হন ইফাত তোমের-ইয়েরুশালম। সেদে তেইমেন বন্দিশালায় ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক দেশের অভ্যন্তরে ও বর্হিবিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত শুক্রবার পদত্যাগ করেন তিনি।


ইসরায়েলের সেনাপ্রধান ইয়া’আল জামিরের কাছে পদত্যাগপত্র দেন তিনি। ইসরায়েলি দৈনিক হারেৎজ তার পদত্যাগপত্র প্রকাশ করে। সেখানে তিনি দাবি করেছেন, তিনি যা ই করেছেন— আইডিএফকে ‘অনর্থক সমালোচনা’ থেকে বাঁচাতে এবং আইডিএফের কল্যাণের জন্য করেছেন।


 সূত্র : আনাদোলু এজেন্সি