ঢাকা বুধবার, জানুয়ারী ২১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কক্সটুডে এর বার্ষিক এ‍্যসোসিয়েট পিকনিক অনুষ্ঠিত


নিউজ ডেস্ক
২০:১৬ - রবিবার, জুলাই ৬, ২০২৫
কক্সটুডে এর বার্ষিক এ‍্যসোসিয়েট পিকনিক অনুষ্ঠিত

হোটেল কক্সটুডের বার্ষিক পিকনিক ২০২৫ ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে। পিকনিকে কক্সটুডের স্টাফদের সাথে অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালকবৃন্দ।

নানা বর্নাঢ্য ও জমকালো আয়োজনে দিনব্যাপী সমুদ্রের বুকে জাহাজে অনুষ্ঠিত হয়

এই পিকনিক।বাংলাদেশের প্রথম চেইন হোটেল ডি' মোর (কুয়াকাটা, বান্দরবন, সাজেক ভ্যালি, শ্রীমঙ্গল, চট্টগ্রাম এবং 

হোটেল দ্য কক্স টুডের এই পিকনিকে হোটেলের কর্মকর্তা কমচারীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ দেখা যায়,তাঁরা সকল পরিচালদের কাছে পেয়ে খুশি হন ও আবেগ আপ্লূত হন।দিন ব্যাপি তাঁরা অনেক আনন্দ করেন এবং পরবর্তী বছরের জন্য নিজেদের কে কাজের জন্য তৈরির ঘোষণা দেন।পরিচালক বৃন্দ নানা উৎসাহ দেন।সার্বিক দিক নিদের্শনা দেন পরিচালক মাকেটিং এন্ড সেলস পযটন বিশেষজ্ঞ মহিউদ্দিন খান খোকন।তিনি বলেন " আজ বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে ও ডি’মোর। দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এ হোটেলগুলো। তাই, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটা,চট্টগ্রাম ঘুরতে গেলে ভ্রমণপিপাসুরা বেছে নেন কক্সটুডে ও ডি’মোরকে।

কক্সটুডে ও ডি’মোরের পরিচালক মহিউদ্দিন খান খোকন (সেলস অ্যান্ড মাকেটিং) বলেছেন, “আমরাই বাংলাদেশে প্রথম পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল শুরু করেছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে চাইলে যেতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সাজেক ও বান্দরবানে। সেখানে আছে তিন তারকা মানের হোটেল ডি’মোর। চায়ের দেশ শ্রীমঙ্গলে রিসোর্টে পাবেন সাধ্যের মধ্যে সব সুবিধা। ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল কক্সটুডের অঙ্গ প্রতিষ্ঠান। সদ্য যাত্রা শুরু করা এসব তিন তারকা হোটেলে চলছে বিশেষ ছাড়। চাইলে দিতে পারবেন অগ্রিম রুম বুকিং।”

তিনি বলেন, “কক্সটুডে শুধু কক্সবাজারে নয়, বাংলাদেশের মধ্যেই অন্যতম ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল। আমাদের ডি’মোর বাংলাদেশের মানুষের মন জয় করেছে সেবার মাধ্যমে।”“কক্সবাজারের কক্সটুডেতে যেমন আমরা গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না, ডি’মোর চেইনগুলোতেও ঠিক তেমনই সুবিধা থাকে,” বলেন মহিউদ্দিন খান খোকন।

তিনি ষ্টাফ দের আরও বলেন, “আপনাদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতায় আজ আমরা এত দুর এগিয়ে এসেছি,আরো ভালো করতে হবে,তিনি তার দরাজ ও ভরাট কন্ঠে কবিতাও আবৃত্তি করেন।আনন্দঘন পরিবেশে পিকনিক শেষ হয়।