ঢাকা বুধবার, জানুয়ারী ২১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে ডাকসুর গঠনতন্ত্র বিতরণ


নিউজ ডেস্ক
৪:১১ - বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে ডাকসুর গঠনতন্ত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সংশোধিত গঠনতন্ত্র অনুবাদ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২ জুলাই) মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে অনূদিত গঠনতন্ত্রের কপি হল প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিনিধিরা নিজ নিজ হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করবেন।


অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝেও হাতে হাতে কপি পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ব্যতিক্রমী পদক্ষেপ, জানান শিবির নেতারা।


শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, “ডাকসু দেশের ছাত্ররাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর গঠনতন্ত্র ছাত্রসমাজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। অনূদিত সংস্করণটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে ছাত্ররা সহজেই এর কাঠামো ও মূল বিষয়বস্তু বুঝতে পারেন।”


শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, “প্রতিটি হলে প্রতিনিধিরা এই গঠনতন্ত্র পৌঁছে দেবেন সাধারণ শিক্ষার্থীদের হাতে। আইন, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”