ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

সৌদির সঙ্গে সর্বক্ষেত্রে সম্পর্ক বাড়াতে চায় ইরান


নিউজ ডেস্ক
১৫:৪৬ - বুধবার, জুলাই ২, ২০২৫
সৌদির সঙ্গে সর্বক্ষেত্রে সম্পর্ক বাড়াতে চায় ইরান

সর্বক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। বুধবার (২ জুলাই) সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের কাছে চিঠি পাঠান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। এতে সম্পর্ক বাড়ানোর আগ্রহের কথা জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, চিঠিটি রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুলকারিম আল-খেরেজির কাছে পৌঁছে দেন।


২০১৬ সালে ইরান ও সৌদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় এ দুই দেশ আবারও এক হয়। তারা ওই বছরের ১০ মার্চ ফের সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। এরপর সেপ্টেম্বরে এক দেশ অপর দেশে রাষ্ট্রদূত নিয়োগ করে।


সৌদি আরব ২০১৬ সালে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে শিয়া মুসলিম নেতা নিমর আল-নিমরের শিরশ্ছেদ করে। এ নিয়ে সাধারণ ইরানিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা রাজধানী তেহরানে সৌদির দূতাবাস এবং মাশহাদে কনস্যুলেটে হামলা করে। এর জবাবে সৌদি-ইরান সম্পর্কে ফাটল ধরে যায়। যা দীর্ঘ সাত বছর ছিল।  


সূত্র: আনাদোলু এজেন্সি