ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

সাড়ে ৯ মাসেও কেন নির্বাচন সম্ভব হলো না, প্রশ্ন ফারুকের


নিউজ ডেস্ক
১৩:৩২ - সোমবার, জুন ২, ২০২৫
সাড়ে ৯ মাসেও কেন নির্বাচন সম্ভব হলো না, প্রশ্ন ফারুকের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টার মতো একজন গুণী ব্যক্তিকে বাংলাদেশে এমন একটি জায়গায় বসানো হয়েছে, যে ব্যক্তিটির তিন মাসের মধ্যে একটি নির্বাচন করার যোগ্যতা ছিল, কিন্তু কেন সাড়ে নয় মাস অতিবাহিত হলো?

সোমবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


জয়নুল আবদিন ফারুক বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর পাই না। কেন আমাদের দলের সব সিনিয়র নেতাদের প্রত্যেকদিন নির্বাচনের কথা বলতে হবে? আপনার কি চীফ জাস্টিস শাহাবুদ্দিনের কথা মনে নেই? তিনি তিন মাসের মধ্যে নির্বাচন উপহার দিয়েছিলেন। আপনাকে কেন সাড়ে নয় মাস অতিবাহিত করতে হবে?


তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজ-রাজনৈতিক দল মিলে যখন একটা ঐক্য সৃষ্টি করল ড. ইউনূসের নেতৃত্বে, সেই ঐক্যটা বিনষ্ট করা হচ্ছে কেন? কার প্রলোভনে, কার কথায়? শাহাবুদ্দিন নির্বাচন কমিশন সংস্কার করে আইনশৃঙ্খলা পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিয়েছিলেন। আজকে আপনিও পারবেন।


ফারুক বলেন, নির্বাচন শুধু আমরা চাই? হিসাব করে দেখেন কয়টা রাজনৈতিক দল নির্বাচন চায়। নির্বাচন চায় বলে আমরা ক্ষমতায় যাব, এই কথা তো বলি না। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনে একটি দল সরকারে যাবে, সরকার গঠন করবে। তখন তারা সিদ্ধান্ত নিবে যে করিডর, বন্দরদেব কিনা।