ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

টয়োটা মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল নাভানা গ্রুপ


নিউজ ডেস্ক
৬:২৯ - শুক্রবার, জুলাই ২৯, ২০২২
টয়োটা মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল নাভানা গ্রুপ

টয়োটা মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছে নাভানা লিমিটেড। টয়োটা মোটর এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ইওয়িচি মিয়াজাকি সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি নাভানা লিমিটেডকে প্রদান করেন। 

টয়োটা এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে টয়োটা তুশো এশিয়া প্যাসিফিক পিটিই. লিমিটেডের ভাইস চেয়ারম্যান (অটোমোটিভ ডিভিশন) আকিও ওগাওয়া অ্যাওয়ার্ডটি নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনে হাতে তুলে দেন। 

অনুষ্ঠানে নাভানা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন- নাভানা গ্রুপের সিইও  ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার  আহমেদ সাকিব, নাভানা গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার  মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি প্রমুখ।