তেজগাঁও কলেজ প্রতিনিধি
তেজগাঁও কলেজ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন তেজগাঁও কলেজ বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ জুন) বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে বিভাগের ৯ম তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ৯ম তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৩-২৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি তানজিদা খানম ঈশা (৯ম তম ব্যাচ) ও মাহমুদুল হক পিয়াস (৯মতম ব্যাচ), সহকারী সাধারণ সম্পাদক আফজাল হোসেন রাতুল (১১তম ব্যাচ),ট্রেজার হাবিব সরদা (৯মতম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক আবরার হোসেন ভূঁইয়া (১০তম ব্যাচ), সহকারী সাংগঠনিক সম্পাদক সাকিজ মাহমুদ শান্ত (১১তম ব্যাচ) ও ফারজানা আক্তার রুম্পা (১১তম ব্যাচ), প্রকাশ ও প্রচারনা সম্পাদক মোমেনা আক্তার দিনা (১১তম ব্যাচ), সহকারী প্রকাশ ও প্রচারনা সম্পাদক মোঃ সামির হোসেন (১২তম ব্যাচ) ও ইউনুস আলিফ রাজিব (১২তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক অনন্যা রোজারিও (৯ম তম ব্যাচ) , সহকারী সাংস্কৃতিক সম্পাদক তাসনিম তাবাসসুম নিরা (১০তম ব্যাচ) এবং যোগাযোগ সম্পাদক শারমিন আলম সৃষ্টি (৯তম ব্যাচ)
এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে আছেন জুনায়েদ আনজুম তাশিন (১২তম ব্যাচ), জারিন তাসনিম ইভা (১২তম ব্যাচ), সুবির চন্দ্র বশাক (১২তম ব্যাচ), মুরসালিন হোসেইন (১২তম ব্যাচ) ইসরাত জাহান আনিকা (১২তম ব্যাচ) ও মোঃ আফার হোসেইন (১০তম ব্যাচ)।
এই কমিটি বিভিন্ন সময়ে ক্যাম্পাসে জব ফেয়ার ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনারের আয়োজন করবে বলে জানা গেছে।